নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “এক কোটি ভোট বাদ যাবে, দিদিমণির কালীঘাটে।” দুর্গাপুরে চা-চক্রে যোগ দিয়ে এসআইআর নিয়ে শাসক দলকে তোপ বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষের।
এদিন তিনি নানা ইস্যুতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি এসআইআর প্রসঙ্গ টেনে ২০১১ সালের বিধানসভা ভোটের উদাহরণ টেনে বলেন, “সেই সময় মিলিটারি নামানো হয়েছিল বলেই তৃণমূল ক্ষমতায় এসেছে। না হলে সিপিএম ভোট চুরি করে ফের ক্ষমতায় বসত। এখন নির্বাচন কমিশন এসআইআর নিশ্চিত করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, সেনা-আধাসেনা নামানো হবে। প্রয়োজনে এপ্রিলের মধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি করে দিদিমণিকে কালীঘাটে পাঠানো হবে। এসআইআর তৃণমূলের কাছে জীবনকাটি মরণকাটি। তাই আটকানোর চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না। এক কোটি ভোট বাদ যাবে, দিদিমণির কালীঘাটে ।”
প্রসঙ্গত,এ বার নির্বাচন কমিশন গোটা দেশেই এসআইআর শুরু করতে চলেছে।





