নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডিএমসি কর্তৃপক্ষের মানসিক অত্যাচারের অভিযোগ সহ আট দফা দাবিতে পুরসভার সাফাই কর্মীরা সরব হলেন। বৃহস্পতিবার এই সব দাবিদাওয়া নিয়ে ডিএমসি কেজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের আইএনটিইউসির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। গান্ধী মোড় থেকে মিছিল শুরু হয়ে দুর্গাপুর নগর নিগমে শেষ হয়। সেখানে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। ডেপুটেশনে ন্যূনতম বেতন ই এস আই, পি এফ, গ্রাজুয়েটি সহ একাধিক দাবি জানানো হয়।
অভিযোগ আসানসোল কর্পোরেশনে যেখানে সাফাই কর্মীদের ৪০০ টাকা বেতন দেওয়া হয় তখন একই জেলায় দুর্গাপুর কর্পোরেশনের সাফাই কর্মীদের ২০২টাকা বেতন দেওয়া হয়। তাই কেজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের তরফে সম কাজে সম বেতনের দাবি তোলা হয়।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা, আইএনটিইউসির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার, কংগ্রেস নেতা তরুণ রায়। দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইএনটিইউসির নেতৃত্বরা।



















