নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে শুরু হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিনের বাৎসরিক জাতীয় সম্মেলন। ইস্পাত নগরীর দুর্গাপুর ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় শনিবার। প্রদীপ জ্বালিয়ে সম্মেলন অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল রামকৃষ্ণমিশন আশ্রমের সম্পাদক মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ সংগঠনের কর্মকর্তারা। এদিন দেশের বরিষ্ঠ ও প্রবীণ চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়।
এই সম্মেলন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত হয়েছেন জুনিয়র চিকিৎসকরাও।





