নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিল কল্পতরু মেলা কমিটি ও দুর্গাপুর নগর নিগম। রাজ্যের দুই মন্ত্রী, আইন ও বিচার দফতরের মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিতিতে এদিন ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “প্রতিবছর কল্পতরু মেলায় যে অর্থ আয় হয়, তা শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এই আয়ের টাকা থেকেই এলাকার উন্নয়নের কাজ হয়। এবার উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত। তাঁদের পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা প্রদান করা হলো।”
এর পাশাপাশি ওই অনুষ্ঠানেই কোকওভেন থানা এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি স্থাপনের জন্য থানাকে ১ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।





