eaibanglai
Homeএই বাংলায়ডিপিএলে দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ

ডিপিএলে দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শুক্রবার ডিপিএলে দুর্ঘটনায় মৃত ঠিকা শ্রমিক পৃথো টুডুর পরিবারের হাতে ক্ষতিপূরণের তেরো লক্ষ টাকার চেক তুলে দিল ডিপিএল কর্তৃপক্ষ। এদিন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড টাউনশিপের স্টেট অফিসে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। ক্ষতিপূরণের পাশাপাশি খুব শীঘ্রই মৃত পৃথো টুড়ুর মেয়েকে কাজ দেবার আশ্বাসও দেয় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কর্তৃপক্ষ। এই চেক প্রদান অনুষ্ঠানে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আধিকারকিরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিউসির সভাপতি অভিজিৎ ঘটক,দুর্গাপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটারের সদস্য দীপঙ্কর লাহা ও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আইএনটিটইউসির শ্রমিক সংগঠনের সেক্রেটারি মৈনাক মজুমদার।

প্রসঙ্গত গত শনিবার রাতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে ওয়াগেনে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় পৃথো টুডুর(৫২)। ওই রাতে কারখানার কোল হ্যান্ডলিং প্লান্টে কয়লা বোঝাই একটি ওয়াগন পৌঁছলে পৃথো টুডু ও তার জামাই চেন্দাই হাঁসদা, দুই শ্রমিক ওয়াগনে ওঠে কয়লা খালি করার জন্য। সেই সময়ে ওভারহেড তারে শাবলের ছোঁয়া লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হন পৃথো ও চেন্দাই। ঝলসে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় পৃথোর। চেন্দাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ডিপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। সাধারণত ওয়াগন থেকে কয়লা খালি করার সময়ে ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া নিয়ম। কিন্তু ওই রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। দায়িত্বে থাকা ডিপিএলের ট্র্যাফিক বিভাগের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। প্রতিবাদে সরব হয় অন্যান্য শ্রমিকরা। তাদের পাশে দাঁড়ায় তৃণমূল শ্রমিক সংগঠন এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও একজনকে চাকরির দাবি জানায়। এরপরই শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় ডিপিএল কর্তৃপক্ষ।

অন্যদিকে ওই দুর্ঘটনার পরই মৃত পৃথো টুডুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মৃত শ্রমিকের অন্তোষ্টি কর্মের জন্য তৎক্ষণাৎ ৫০ হাজার টাকা দিয়ে সাহায্য় করে আইএনটিটিইউসি জেলা নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments