eaibanglai
Homeএই বাংলায়পাঁচ দিন ধরে কর্মবিরতিতে সাফাই কর্মীরা, বিপাকে ডিপিএল টাউনশিপের বাসিন্দারা

পাঁচ দিন ধরে কর্মবিরতিতে সাফাই কর্মীরা, বিপাকে ডিপিএল টাউনশিপের বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে বিপাকে দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপের বাসিন্দারা। পাঁচ দিন ধরে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের কাজ বন্ধ।

এলাকায় কাজে নিযুক্ত প্রায় ৩৫ জন সাফাই কর্মীর অভিযোগ মনিটরিং অফিসার স্বস্তিকা সামন্ত তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি তাঁদের উপর মানসিক নির্যাতন করছেন। তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন। কেউ অসুস্থ হলে তাকে ছুটি দেওয়া হচ্ছে না। এমনকি সম্প্রতি তাঁদের এক সুপারভাইজার লক্ষ্মীনারায়ণ গড়াইকে ডেকে নিয়ে তিনি ও তাঁর স্বামী দুর্ব্যবহার করেন, গালিগালাজ করেন, জুতো খুলে মারতে উদ্যত হন। যদিও স্থানীয়রা তাঁদের থামান। এরই প্রতিবাদে সরব হয়ে ও মনিটরিং অফিসার স্বস্তিকা সামন্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও অপসারনের দাবি জানিয়ে পুরনিগমের দ্বারস্থ হন সাফাই কর্মীরা। কিন্তু অভিযোগ তাতে কোনো কাজ হয়নি। অবশেষে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি অভিযুক্ত স্বস্তিকা সামন্ত। তবে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদব সব পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্য়া সমাধানের আশ্বাস দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments