নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ডিপিএলে মর্মান্তিক দুর্ঘটনা। কয়লার ওয়াগন খালি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। আসঙ্কাজনক আরও এক। মৃত শ্রমিকের নাম পৃথো টুডু(৫২)। তিনি দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডের নুনিয়া পাড়ার বাসিন্দা ছিলেন। আশঙ্কাজনক ঠিকা শ্রমিক চেন্দাই হাঁসদা। তিনি সম্পর্কে মৃত পৃথো টুডুর জামাই।
ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার রাতে শ্বশুর আর জামাই মিলে একসাথেই কাজে যোগ দিয়েছিলেন। রাত দুটো নাগাদ ডিপিএলের সাত নম্বর ইউনিটের কোল হ্যান্ডেলিং প্লান্টে ওয়াগেনে উঠে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কয়লা নামাচ্ছিলেন। সেই সময় কোনোভাবে মাথার উপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগ ঘটে যায় শ্রমিকের। সঙ্গে সঙ্গে ঝলসে যান পৃথো টুডু। অন্যদিকে ওয়াগন থেকে ছিটকে পড়েন চেন্দাই হাঁসদা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য শ্রমিকরা। কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগের পাশাপাশি শাস্তির দাবিতে সরব হন তারা। খবর পেয়ে এলাকায় ছুটে যান দুর্গাপুরের তিন নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ডিপিএল কর্তৃপক্ষের সাথে কথা বলে বিভাগীয় তদন্ত করে দোষীর শাস্তির দাবি জানানো হয়েছে । এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও একজনের চাকরির দাবিও জানানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। মৃত ও আহত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।