eaibanglai
Homeএই বাংলায়বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে কচিকাঁচাদের অঙ্কন প্রতিযোগিতা

বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে কচিকাঁচাদের অঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শীতের সকালে আদুরে রোদ গায়ে লাগিয়ে কচিকাঁচাদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। রবিবার বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে দুর্গাপুর বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিধান স্মৃতি মঞ্চ প্রাঙ্গনে খোলা জায়গায় এই প্রতিযোগীদের জন্য বসে আঁকার ব্যবস্থা করা হয়েছিল। যেখানে প্রায় ৫০০ কচিকাঁচা অংশ নিয়েছিল।

প্রসঙ্গত আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকান্দের জন্মদিন। এই দিনটি দেশজুড়ে পালিত হয় যুবদিবস হিসেবে। অন্যদিকে রাজ্যে পালিত হয় বিবেক চেতনা উৎসব। স্বামী বিবেকানন্দের মহৎ যুগান্তকারী বাণী ও আদর্শকে বিশেষ করে যুব সমাজ তথা ছোটদের মধ্যে পৌঁছে দিতেই পালিত হয় বিবেক চেতনা উৎসব। দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর প্রাক্তন সদস্য দীপঙ্কর লাহা জানান, বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে ১২ ই জানুয়ারির আগের রবিবার অংকন প্রতিযোগিতার মাধ্যমে স্বামীজীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হয়ে গেল।

তিনি জানান, আগামী ১২ই জানুয়ারি সকাল থেকেই স্বামীজীর পূজা পাঠ ও প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। এছাড়া নানা সামাজিক কর্মসূচি যেমন রক্তদান শিবির, কম্বল বিতরণ ইত্যাদির আয়োজন করা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। যেখানে দর্শকদের গান শোনাতে উপস্থিত থাকবেন জনপ্রিয় বাঙালি সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য্য।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিবেক চেতন উৎসবের আয়োজন করে থাকে বিধাননগরের এই সামাজিক সংস্থাটি (বিধান স্মৃতি মঞ্চ)। যেখানে ওই দিন ভোর থেকে রাত পর্যন্ত নানান ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments