নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বৈশাখের প্রায় শেষ। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে। কাজের তাগিতে এই গরম উপেক্ষা করেই বাইরে বেরোতে হয় সাধারণ মানুষকে। আর বাইরে বেরিয়ে এই সময় যেটা সবচেয়ে প্রয়োজন পড়ে, তা হল ঠান্ডা পানীয় জল। এই বিষয়টি মাথায় রেখে একটি বেসরকারি সংস্থার সিএসআর প্রকল্পে দুর্গাপুরের ডিভিসি মোড়ে বসানো হল ঠান্ডা পানীয় জলের মেশিন। রবিবার যার উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার। উপস্থিত ছিলেন মুচিপাড়া ট্রাফিকের ওসি সতীনাথ শীল সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা।
এদিন এসিপি রাজকুমার মালাকার বলেন,”তীব্র দাবদহে ডিভিসি মোড়ে পানীয় জল পেতে সমস্যা হয়। সমস্যার মুখে পড়তে হয় ট্রাফিকের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও। এই কথা মাথায় রেখে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পানীয় জলের মেশিন বসলো। ফলে এই গরমে ঠান্ডা জল খেয়ে তৃষ্ণা নিবারণ করতে পারবেন পথ চলতি সাধারণ মানুষ।”
এই মহতি উদ্যোগের জন্য সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার।





