eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে কাজ বন্ধ করে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে কাজ বন্ধ করে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মজুরি বৃদ্ধির দাবিতে সরব দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালের অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন কর্মীরা। যদিও জরুরী পরিষেবায় কাজ জারি রাখা হয়েছে।

জানা গেছে বর্তমানে হাসপাতালে রয়েছে প্রায় ৩০০ অস্থায়ী কর্মী। শ্রমিকদের অভিযোগ ২০১৭ সাল থেকে মজুরি বৃদ্ধি হয়নি। বহুবার মজুরি বৃদ্ধির দাবি করা হলেও দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কোন গুরুত্ব দেয়নি। সেই জন্য বাধ্য হয়েই তারা এই আন্দোলনে নেমেছেন বলে জানান। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন আন্দোলনরত কর্মীরা।

হাসপাতালের এক অস্থায়ী কর্মী তৃপ্তি চক্রবর্তী জানান, একাধিকবার মজুরি বৃদ্ধির দাবি করে কোন কাজ হয়নি। সেজন্যই জরুরী পরিষেবা ছাড়া সব বিভাগেই কাজ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে এই আন্দোলন ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ বাহিনী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments