eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ইস্পাত কারখানায় ধুন্দুমার কাণ্ড

দুর্গাপুর ইস্পাত কারখানায় ধুন্দুমার কাণ্ড

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কংগ্রেস শ্রমিক সংগঠন ও তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের মধ্য়ে বিরোধ ঘিরে এদিন ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুর ইস্পাত কারখানায়। প্রসঙ্গত এদিন এমপ্লয়ীজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়ন পত্র জমার দিন ছিল। এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয়। ক্রমে তা বচসা থেকে তা ধস্তাধস্তিতে পৌঁছয়।

কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিতের অভিযোগ, তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়ন পত্র জমা দিতে বাঁধা দেয় তাঁদের। এমনকি পুলিশের ভূমিকাও নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেন তিনি। প্রতিবাদে রাস্তায় বসে প্রতিবাদে সরব হন ইউনিয়নের কর্মীরা।

অন্যদিকে “তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সভাপতি পূর্ণনন্দা চট্টোপাধ্যায় বলেন,”ওরা নাটক করছে। আমরা কাউকে বাধা দিইনি। শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র দাখিল পর্ব চলেছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments