নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বুধবার রাতে মর্মান্তিক এক দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীর। মৃত কর্মীর নাম সুখবিন্দর সিং, তিনি ডিএসপির হুইল অ্যান্ড অ্যাক্সেল বিভাগের কর্মী ছিলেন।
জানা গেছে বুধবার রাতে নাইট শিফটের ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন সুখবিন্দর। কারখানায় যাওয়ার পথে এএসপির সামনে বাইক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ডিএসপির প্ল্যান্ট মেডিক্যাল ও সেফটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় কিন্তু তার আগেই এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে সিটিসেন্টারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।