নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার থেকে রাজ্যজুড়ে ফের শুরু হয়েছে নবম পর্যায়ের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই প্রকল্প। মোট ৩৭টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে এই শিবিরের মাধ্যমে। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে প্রয়োজনে বাড়িতে বাড়িতেও সরকারি কর্মীদের পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়ছে এবারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে ।
দুর্গাপুর নগর নিগমের ১৬নম্বর ওয়ার্ডের বাগানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন তাঁদের সমস্যা জানাতে। আবেদন করছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী রূপশ্রী, যুবশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পের জন্য।
প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জি বলেন, “এই ক্যাম্পে রাজ্য সরকারের প্রায় সমস্ত প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে। সরকারি প্রকল্পগুলির সুবিধা নিতে গোটা এলাকার মানুষজন শিবিরে আসছেন।”
২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরে যে যে আবেদন জমা পড়বে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলির প্রসেসিং হয়ে যাবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
উল্লেখ্য,২০২১-এর বিধানসভা ভোটের আগে, ‘দুয়ারে সরকার’ প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই বছরের পয়লা ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রকল্প। বিভিন্ন এলাকায় শিবির করে, এক ছাতার তলায় একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের কর্মসূচিই হল ‘দুয়ারে সরকার’। ২০২৩- এ তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’কে সেরার শিরোপা দিয়েছিল মোদি সরকার। ‘দুয়ারে সরকার’ প্রকল্পের জন্য বাংলাকে সম্মানিত করেছিল কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।