নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মঙ্গলবার সাকল থেকে দুর্গাপুরের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে শুরু হয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডির অভিযান। মলানদীঘি, শোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অভিযানে নামে ইডি। একই সঙ্গে মলানদিঘি কলেজের মালিক পার্থ পবির বিধানগরের বাড়িতে ও রাজবাঁধ কলেজের মালিক রবীন্দ্রনাথ মজুমদারের পানাগড়ের বাড়িতে শুরু হয় অভিযান। তবে শুধু শিল্প শহর নয় সারা রাজ্য ও দেশ মিলিয়ে এদিন মোট ২৮ টি বেসরকারি মেডিক্যাল কলেজে এই অভিযান চালাচ্ছে ইডি। তার মধ্যে রয়েছে রাজ্যের (পশ্চিম বর্ধমান, বীরভূম, হলদিয়া, শিলিগুড়ি,বজবজ, কলকাতা) ৮টি মেডিক্যাল কলেজ।
দুর্গাপুর ছাড়া হলদিয়ায়, তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়িতে ও তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও তল্লাশি চলছে ইডির। এছাড়া বীরভূমের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও তার মালিক মলয় পীটের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে গরু পাচার, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত এই মলয় পীটের। এছাড়া কলকাতার তারাতলা এলাকার এক মেডিক্যাল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতেও একই ভাবে চলছে ইডি তল্লাশি।
প্রসঙ্গত সম্প্রতি সুপ্রিম কোর্ট মেডিক্যালে এনআরআই কোটা দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। অভিযোগ, বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে এনআরআই কোটায় অর্থের বিনিময়ে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে অযোগ্য ছাত্রদের ভর্তি করানো হয়েছে। এর ফলে একদিকে যেমন যোগ্য ছাত্ররা সুযোগ হারাচ্ছেন, অন্যদিকে মেডিক্যাল শিক্ষার পরিবেশ কলঙ্কিত হচ্ছে। তারই জেরে এদিনের অভিযান বলে মনে করা হচ্ছে।