সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নির্বাচন কমিশনের নির্দেশ মতো দেশের ১২ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। মঙ্গলবার থেকেই শহর থেকে গ্রাম বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম ফর্ম বিলি শুরু করেছেন বিএলওরা। এরই মধ্যে দুর্গাপুরে বাসস্ট্যান্ডে বসে এনুমেরেশন ফর্ম ফর্ম বিলির অভিযোগ উঠল এক বিএলওর বিরুদ্ধে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্কও।
বুধবার এমনই এক ছবি সামনে আসে দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের ১৫২ নম্বর বুথের এমএএমসি টাউনশিপে। এলাকার বি-ওয়ান শনি মন্দির বাস স্ট্যান্ডে বসে বুথ লেভেল অভিসার (বিএলও) সুষমা ভৌমিকে এনুমেরেশন ফর্ম বিলি করতে দেখা যায়। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সুষমাদেবী বলেন, “আমি বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করছিলাম। কিন্তু এলাকায় বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়ায় বাসস্ট্যান্ডে বসেছিলাম বিশ্রাম করার জন্য। সেই সময় ইনুউমারেশন ফর্মগুলি গুছিয়ে নিচ্ছিলাম। তখন যে যে বাড়িতে গিয়েছিলাম ফর্ম দেওয়ার জন্য, যাঁরা ছিলেন না, তারা আমি এখানে বসে আছি খবর পেয়ে বাসস্ট্যান্ড আসেন। তাদেরকেই আমি ফর্ম দিয়েছি।”
অন্যদিকে ওই বিএলওর সঙ্গে থাকা বিজেপির বুথ লেভেল এজেন্ট দিলীপ রায় বলেন, “ভোটারদের বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দেওয়া হচ্ছিল। ক্লান্ত হয়ে যাওয়ায় বিএলও বাসস্ট্যান্ডে বসে ফর্মগুলি গুছিয়ে নিচ্ছেন। আবার তিনি বাড়ি বাড়ি যাবেন। “
এদিন এমনই আরও একটি ঘটনার খবর পাওয়া যায় আসানসোলে। সেখানেও এক বিএলও রাস্তার পাশে একটি জায়গায় বসে ফর্ম বিলি করছিলেন বলে অভিযোগ। এর কারণ জানতে চাওয়া হলে তিনি জানান,হাঁটুতে সমস্যা থাকার কারণে সিঁড়ি দিয়ে উঠানামা করতে তাঁর সমস্যা হয়। সেই কারণেই একটি নির্দিষ্টি জায়গায় বসে তিনি ফর্ম বিলি করছিলেন।
এই দুটি বিষয়ে জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে জানানো হয়, ঠিক কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সুপারভাইজারদের খোঁজ নিতে বলা হয়েছে।



















