নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে এক বেসরকারি কারখানায় ট্রান্সফরমার ব্লাস্ট করে মৃত্যু হল কর্মরত শ্রমিকের। মৃত অস্থায়ী শ্রমিকের নাম সাধন বাউরী(৪৯)। কোকওভেন থানার কালীপুরের বাসিন্দা। দুর্ঘটনায় জখম হয়েছেন দুই শ্রমিক। সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোকওভেন থানার অন্তর্গত এক বেসরকারি কার্বন তৈরির কারখানায়।
জানা গেছে, এদিন সকালে অন্যান্য দিনের মতোই বেসরকারি ওই কার্বন কারখানার পাওয়ার প্লান্টে কাজে যোগ দিয়েছিল সাধন। দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে। সেখানেই ঝলসে মৃত্যু মৃত্যু হয় তাঁর। জখম হন আরও দুই শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় ছুটে যায় কোকওভেন থানার পুলিশ এবং জখম দুই শ্রমিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
অন্য়দিকে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রমিক মহলে। তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি ও শ্রমিক সংগঠনের নেতা দেবব্রত সাঁই ওই বেসরকারি কারখানায় ছুটে যান। তৃণমূল নেতৃত্ব জানান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ ও পরিবারের একজনের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্য়বস্থা নেওয়ার দাবিও জানানো হবে।




