নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের ন্যাপথলিন তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। গুরুতর জখম এক শ্রমিক। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।
দুর্গাপুরের টাউনশিপ থানার মুচিপাড়া আইটিআই সংলগ্ন আরআইসি প্লটের ওই কারখানা থেকে বুধবার বিকেলে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপরই কারখানা থেকে ধোঁয়া বেরোতে থাকে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
জানা গেছে কারখানার ভাটি ব্লাস্ট করে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় কারখানায় কর্মরত এক শ্রমিক আগুনে ঝলসে যান। তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বিধাননগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে ওই শ্রমিকের নাম অমর দাস, তিনি বড়জোড়া প্রতাপুরের বাসিন্দা।
বৃহস্পতিবার সকাল সকাল জখম শ্রমিককে হাসপাতালে দেখতে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জখম শ্রমিকের পরিবারের সঙ্গে বলেন ও পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। পাশাপাশি কিছু আর্থিক সাহায্যও করেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার, প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী সহ অন্যান্যরা।