eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বেসরকারি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের

দুর্গাপুরের বেসরকারি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমার কাঁকসার বামুনাড়া শিল্প তালুকে বেসরকারি পাইপ তৈরির কারখানায় দুর্ঘটনা। ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে মাথা থেঁতলে মৃত্যু কর্মরত শ্রমিকের। আশঙ্কাজনক আরো দুই শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শিল্পতালুকে। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের।

দুর্ঘটনায় মৃত শ্রমিকের নাম সায়ন যাদব (২৫)। সে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকার বাসিন্দা। জানা গেছে রবিবার রাতের শিফটে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন সায়ন সহ অন্য দুজন। তখনই আচমকা ক্রেন থেকে ম্যাগনেট খুলে যায় এবং সায়নের মাথায় সেই ম্যাগনেট পড়ে। ছিন্ন ভিন্ন হয়ে যায় সায়নের মাথা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। আরো দুই শ্রমিক গুরুতর জখম হন। আশঙ্কাজনক এক শ্রমিককে বিধান নগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং অন্যজনকে শোভাপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ সহ শ্রমিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ শুরু করেন কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, বার বার দুর্ঘটনা ঘটলেও সচেতন নয় কর্তৃপক্ষ। ফলে শ্রমিকদের চরম আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এমনই দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কেউ দেখা করেনি বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে এদিন কারখানায় পৌঁছন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য রাজেশ কোণার। তিনি বলেন,”আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি রেখেছি। তৃণমূল শ্রমিক সংগঠন প্রতিমুহূর্তের শ্রমিকদের স্বার্থে কাজ করছে করে যাবে।”

অপর দিকে ঘটনার খবর পেয়ে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং মৃত শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments