নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার যে তিনটি বিধানসভায় ২০২১ সালের ভোটে পিছিয়ে পড়েছিল দল, সেই বিধানসভাগুলিতে জনসংযোগে নেমে পড়ল জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনের হাতে ঈদ উপলক্ষে উপহার তুলে দেওয়ার কর্মসূচির শুভারম্ভ করা হয় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এদিন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে দুর্গাপুর জেলা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ২৮ টি মসজিদের ইমামদের হাতে আর্থিক উপহার ও শুভেচ্ছা বার্তা লেখা ব্যানার তুলে দেওয়া হয়। এছাড়াও আগামী দিনে এলাকার সমস্ত মসজিদগুলিতে নতুন বস্ত্র সহ ইমামদের জন্য বিশেষ উপহার দেওয়ার ব্য়বস্থা করা হবে বলে দলের তরফে জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর দুই নম্বর ব্লকের সভাপতি উজ্জল মুখার্জি, দুর্গাপুর তিন নম্বর ব্লকের সভাপতি ভীম সেন মন্ডল, দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি, ধর্মেন্দ্র যাদব সহ দুর্গাপুরে তিনটি ব্লকের সংখ্যালঘু ব্লক সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।





