eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ করে দেওয়া হল স্বাস্থ্যকেন্দ্র, ব্যাহত যান চলাচল

দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ করে দেওয়া হল স্বাস্থ্যকেন্দ্র, ব্যাহত যান চলাচল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ – শুক্রবার সকালে দুর্গাপুরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই অগ্নিকাণ্ড বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের জেরে সাইকেলের দোকানটি ভষ্মীভূত হয়ে যায় এবং পাশ্বর্বর্তী একটি মুদিদোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়দের অভিযোগ ওই সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফলিং করা হতো। এদিন সকাল সাড়ে নটা নাগাদ ওই দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোণ ঘটে। নিমেষে আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যায় দোকানটি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী এলাকায় এবং একটি মুদিদোকানেও আগুন লেগে যায়। চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একটি দমকলের ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা ভয়াবহ রূপ ধারণ করায় পরে আরও একটি একটি ইঞ্জিন পৌঁছয়। দুটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে অগ্নিকাণ্ডের জেরে দোকান সংলগ্ন রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রটি ধোঁয়ার ঢেকে যাওয়ায় তড়িঘড়ি সেটি বন্ধ করে দেওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক চিকিৎসক নির্মল্যদেব বন্দ্যোপাধ্যায় বলেন,”সাড়ে নটা নাগাদ স্বাস্থ্য কেন্দ্রে দেখি ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে। প্রায় দেড় ঘন্টা ধরে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রাখা হয়। অনেক প্রসূতি মহিলা এবং শিশুরা এসেছিল চিকিৎসা করাতে। তাদেরকেও ফিরে যেতে হয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”

অন্যদিকে ক্ষতিগ্রস্ত মুদি দোকানের মালিক মিলন মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাইকেলের দোকানে অবৈধভাবে ছোট গ্যাস সিলিন্ডারে রিফলিং করা হতো। আমরা একাধিকবার ওই কারবার বন্ধের কথা জানালেও তাতে কর্ণপাত করেননি সাইকেল দোকানের মালিক।”

সব মিলিয়ে এদিনের অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। পাশাপাশি স্থানীয়রা অবৈধ কারবারের বিরুদ্ধে প্রশাসনিক নজরদারির দাবি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments