নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছাড়াল বাড়িতে। অগ্নিদগ্ধ গৃহকর্তা। সোমবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়।
জানা গেছে এদিন সকালে বাড়িতে একাই ছিলেন এলাকার বাসিন্দা সুশান্ত দে। সকালে রান্নাবান্নার কাজ করার সময় হঠাৎই তিনি লক্ষ্য করেন গ্যাসের পাইপে আগুন লেগে গেছে। নিমেষের মধ্যে সেই আগুন পুড়ো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের হাত থেকে বাঁচতে ঘর থেকে তড়িঘিড়ি বেরিয়ে পড়লেও অগ্নিদগ্ধ হন তিনি। এমনকি তড়িঘড়ি বেরোতে গিয়ে মাথায় চোট পান। বিষয়টি নজরে আসতেই ছুটে যান প্রতিবেশীরা। তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্গাপুর দমকলের সাব-ইন্সপেক্টর রিপন বড়ুয়া বলেন,”আমরা জীবনের ঝুঁকি নিয়ে গ্যাস সিলিন্ডার বাড়ি থেকে বের করি ও আগুন নিয়ন্ত্রণে আনি।”
এদিকে সাত সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকায় ছুটে যান প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জী। তিনি বলেন “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি গ্যাস সিলিন্ডার জ্বলছে এবং একটি ফ্রিজও চলছে। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় বিপদের আশঙ্কা থাকলেও তা ঘটেনি।”


















