eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে বিশ্বকর্মা পুজোর আয়োজন

দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে বিশ্বকর্মা পুজোর আয়োজন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্বকর্মা পুজোর আয়োজন দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রের। পুজোর উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরষদের চেয়ারম্যান কবি দত্ত।

বুধবার সকাল থেকে দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে চলে পুজোর আয়োজন। পুজো শেষে ছিল খিচুড়ি ভোগের ব্যবস্থা। সারাদিন পুজো খাওয়া দাওয়ায় ঘিরে আনন্দের আবহ তৈরি হয় অগ্নি নির্বাপক কেন্দ্রে। তবে পুজো ঘিরে আনন্দে মাতলেও সামাজিক কর্তব্য ও দায়িত্ব পালনেও এগিয়ে এসেছেন দুর্গাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রের কর্মী আধিকারিকরা।

অগ্নি নির্বাপক কেন্দ্রের এক আধিকারিক পার্থসারথী ঘোষ জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে মহালয়ার দিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ফল বিতরণ করা হবে। এছাড়াও দূর্গা পুজা উপলক্ষে গরীব বাচ্চাদেরকে নতুন বস্ত্র বিতরণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments