eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর নগর নিগমের নির্বাচন না হওয়ার কারণ রাজ্য নির্বাচন কমিশন জানে! পুরমন্ত্রী

দুর্গাপুর নগর নিগমের নির্বাচন না হওয়ার কারণ রাজ্য নির্বাচন কমিশন জানে! পুরমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে এসে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন না হওয়ার দায় রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়ে চাপালেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত ২০১৭ সালে শেষ বার পুর নিগমের নির্বাচন হয়েছিল দুর্গাপুরে। পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বছরের পর বছর কেটে গেলেও নির্বাচনের কোনো উদ্যোগ দেখা যায়নি। বিরোধী রাজনৈতিক দলগুলির প্রবল চাপ থাকা সত্ত্বেও রাজ্যের শাসক দল দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি। বিরোধীদের অভিযোগ নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই নির্বাচন করতে ভয় পাচ্ছে রাজ্য় সরকার।

যদিও এদিন শহরে এডিডিএ-এর সংস্কার হওয়া নতুন ভবনের উদ্বোধনে এসে নির্বাচন না হওয়ার দায় রাজ্য নির্বাচন কমিশনের উপর চাপিয়ে পুর মন্ত্রী বলেন, “কেন নির্বাচন হচ্ছে না এই বিষয়ে বলতে পারবে একমাত্র রাজ্য নির্বাচন কমিশন।” প্রসঙ্গত উল্লেখ্য, পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ২০২৩ সাল থেকে দুর্গাপুর নগরনিগম পরিচালিত হচ্ছে ৫ জন প্রশাসক মণ্ডলীর সদস্যদের দ্বারা।

এদিন দুর্গাপুর নগর নিগমের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন পুরমন্ত্রী। সেখানে বেশ কয়েকজন পুরো কর্মীকে ভালো কাজের জন্য পুরস্কৃত করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments