eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা 'স্বপ্ন পূরণে'র

দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা ‘স্বপ্ন পূরণে’র

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পথের মধ্যে দুর্ঘটনার কবলে পড়লে বা হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে একটি ফার্স এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বাক্স মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক এই শুশ্রূষা অসুস্থ বা জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরুর আগের মুহুর্ত পর্যন্ত সুরক্ষা প্রদান করে অনেক ক্ষেত্রেই। এই বিষয়টি মাথায় রেখেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন পূরণ’। ইতিমধ্য়েই তারা দুর্গাপুরের দুর্ঘটনাপ্রবণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যেমন- দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর ট্রাফিক অফিস, বীরভানপুর শ্মশান, দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড মোড় ও লিংক রোডের ধুনরা প্লট মোড় সহ বেনাচিতির বিভিন্ন এলাকায় ফার্স্ট এইড বক্স স্থাপন করেছে। বক্সটির মধ্যে তুলো, ব্যান্ডেজ, বিটাডাইন সলিউশন, স্য়াভলন সহ নানা প্রয়োজনীয় ওষুধ রাখা হয়েছে। সংগঠনের সদস্যরা এই বাক্সের চাবি স্থানীয়দের হাতে তুলে দিয়ে পথ চলতি সাধারণ মানুষকে সাহায্য় করার আহ্বান জানান। পাশাপাশি বাক্সের ওষুধ শেষ হয়ে গেলে সেগুলি নির্দিষ্ট সময়ে সরবরাহ করারও আশ্বাস দেন তারা। পাশাপাশি আগামী দিন ফুলঝোড় মোড় সহ শহরের আরও বেশ কয়েকটি জায়গায় ফার্স্ট এইড বক্স লাগানোর ব্যবস্থা করা হবে বলে জানায় স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা।

প্রসঙ্গত উল্লেখ্য ‘স্বপ্ন পূরণ’ সারা বছরই বস্ত্র-কম্বল বিতরণ, রক্তদান শিবির, হঠাৎ করে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা, দঃস্থদের চিকিৎসার ব্য়বস্থা করা ইত্যাদি নানান সমাজে সেবা মূলক কাজে বছরভর ব্যস্ত থাকে। এবার তারা ফার্স্ট অইড বক্স নিয়ে শহরের মানুষের পাশে দাঁড়াল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments