eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হল ৪র্থ সুধীন্দ্র কুমার সেন - সুদীপ চক্রবর্তী স্মৃতি চ্যালেঞ্জ...

দুর্গাপুরে অনুষ্ঠিত হল ৪র্থ সুধীন্দ্র কুমার সেন – সুদীপ চক্রবর্তী স্মৃতি চ্যালেঞ্জ শিল্ড ফুটবল ট্যুর্নামেন্ট

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন সারা বছর ধরে শিল্পাঞ্চল জুড়ে নানা সমাজসেবামূলক কর্মে নিযুক্ত থাকে। তাদের এই কর্মকাণ্ডের মধ্যে জায়গা করে নিয়েছে সুধীন্দ্র কুমার সেন – সুদীপ চক্রবর্তী স্মৃতি চ্যালেঞ্জ শিল্ড ফুটবল ট্যুর্নামেন্ট। গত তিন বছরের মতো এবারও ৪র্থ সুধীন্দ্র কুমার সেন – সুদীপ চক্রবর্তী স্মৃতি চ্যালেঞ্জ শিল্ড অনূর্ধ্ব-১৬ স্কুল ফুটবল ট্যুর্নামেন্ট আয়োজন করেছিল সংগঠনটি।
গত ৪ ও ৫ মার্চ দুদিন ব্যাপী দুর্গাপুরের করঙ্গপাড়ার সর্বমঙ্গলা সমিতির মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা। যেখানে মোট বারোটি স্কুলের দল অংশগ্রহণ করেছিল।

দুই দিনের এই প্রতিযোগিতা শেষ হয় গতকাল এক উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে। যেখানে সাগরভাঙ্গা হাই স্কুল টাইব্রেকারে শহীদ সুকুমার ব্যানার্জি মেমোরিয়াল স্কুল, কুলডিহাকে পরাজিত করে ম্য়াচ জিতে নেয়। প্রসঙ্গত ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। যার ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

অন্যদিকে ফাইনালে ওঠার আগে, সাগরভাঙ্গা হাই স্কুল সেমিফাইনালে ইস্পাত নগরী মেঘনাদ সাহা সেকেন্ডারি স্কুলকে পরাজিত করে, আর শহীদ সুকুমার ব্যানার্জি মেমোরিয়াল স্কুল শক্তিশালী প্রতিপক্ষ গত দুই বছরের চ্যাম্পিয়ন জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনালের বিজয়ী দলের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় রণজিৎ মুখার্জ্জী স্মৃতি স্মারক এবং রানার্সআপ দলের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় লক্ষী রাণী পাল স্মৃতি স্মারক। ট্যুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে সাগরভাঙ্গা হাই স্কুলের অর্পণ রায়।

দুই দিনের এই স্কুল টুর্নামেন্ট ঘিরে দর্শকদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যা খুদে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে। এই টুর্নামেন্টকে সফল করতে শহরের বিভিন্ন স্কুল ও ক্রীড়া সংগঠনগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এমনকি সহযোগিতার হাত বাড়িয়েছিল স্থানীয় ব্যক্তিত্বরাও।

শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং মোবাইল আসক্তি কমাতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন বলে জানান উদ্যোক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments