নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগেই জানিয়েছিলেন আইনি প্রক্রিয়া শেষ হলে মেয়েকে নিয়ে ফিরে যাবেন নিজের রাজ্য ওড়িশায়। সেই মতো বুধবার মেয়েকে নিয়ে ওড়িশায় ফেরার কথা জানালেন দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের নির্যাতিতার বাবা। সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে মেয়ের জন্য ন্যায় বিচারের আর্জি জানিয়ে গেলেন। পাশাপাশি অভিমানের সুরে বলে গেলেন ‘‘সোনার বাংলা সোনার হয়ে থাকুক। আমরা ওড়িশা চলে যাচ্ছি। আর ফিরে আসব না।’’
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘‘ অনেক আশা, ভরসা করে, মেয়েকে ডাক্তার করার স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। আমার মেয়ের ভবিষ্যৎ যা নষ্ট হওয়ার হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল করে থাকি, ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন। এটাই আমার অনুরোধ।”
এর আগে সিবিআই তদন্ত নিয়েও সরব হয়েছিলেন নির্যাতিতার বাবা। সেই বিষয়ে তিনি বলেন, “সিবিআই তদন্ত তো চাই। তবে সবটাই বাংলার সরকারের উপর নির্ভর করছে।’’
প্রসঙ্গত,গত শুক্রবার রাতে পুরুষ সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে বাইরে বেরিয়ে গণধর্ষণের শিকার হন ওড়িশার বাসিন্দা দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে নির্যাতিতার সঙ্গী সহপাঠিকেও গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে একজনই ধর্ষণ করেছে। বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।




