eaibanglai
Homeএই বাংলায়গাঁজা পাচারের চেষ্টা, দুর্গাপুরে ধৃত ৪ প্রৌঢ়া সহ ১যুবক

গাঁজা পাচারের চেষ্টা, দুর্গাপুরে ধৃত ৪ প্রৌঢ়া সহ ১যুবক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভিন রাজ্য থেকে এ রাজ্যে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল কোক ওভেন থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ প্রৌঢ়া সহ ১যুবককে। উদ্ধার হয়েছে ৩৭কেজি ৬৫০গ্রাম গাঁজা।

পুলিশ সূত্রে জানা গেছে ৪ প্রৌঢ়া ও ১ যুবক উড়িষ্যা থেকে ট্রেনে করে ঝাড়খন্ড হয়ে বাংলায় ঢুকেছিল। শনিবার বিকেলে তারা দুর্গাপুর স্টেশনে নামে। তাদের দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে বাসে করে বর্ধমান যাওয়ার কথা ছিল। সেখানেই গাঁজা পাচারের ছক ছিল।

এদিকে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ গোপন সূত্রে খবর সাদা পোশাকে দুর্গাপুর বাসস্ট্যান্ডে ওঁত পাতে। পাচারকারীরা দুর্গাপুর স্টেশন থেকে বের হতেই তাদের পাকড়াও করে পুলিশ। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচু পরিমাণ গাঁজা। পুলিশের চোখে ধুলো দিতে স্কুল ব্যাগে করে আনা হয়েছিল গাঁজা। এরপরই তাদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হল আনন্দ চট্টোপাধ্যায়, দেবী দাস, সনাকা দাস,ঊষা মন্ডল, মিনতি ঘোষ। ধৃতরা সকলেই নদীয়ার বাসিন্দা।রবিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতদের এই পাচারকারীরা কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments