eaibanglai
Homeএই বাংলায়ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক, গ্রেফতার তিন মহিলা সহ চার

ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক, গ্রেফতার তিন মহিলা সহ চার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানার পুলিশ। গ্রেফতার তিন মহিলা সহ চারজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩১ কেজি ৯২ গ্রাম গাঁজা।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্য়ান্ড থেকে তিন মহিলা সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে ওই চারজনের আচরণে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথা বলতে থাকে চারজন। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই গাঁজার প্যাকেট উদ্ধার হয়। ট্রলি ব্যাগ ও অন্যান্য লাগেজের ভিতর লুকিয়ে রাখা হয়েছিল গাঁজার প্যাকেটগুলি। ধৃতদের মধ্যে তিনজন ঝাড়খণ্ডের বাসিন্দা- রোস নীলিমা টিগ্গা, সুন্দরী কুমারী ও মুকেশ সিং এবং একজন উড়িষ্যার বাসিন্দা অনিতা ধুনিয়া। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ঝাড়খণ্ড থেকে বাসে করে দুর্গাপুরে পৌঁছয় ওই চারজন এবং শহরে সেই গাঁজা পাচারের ছক ছিল। কিন্তু তার আগেই তা ভেস্তে দেয় পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা একটি সক্রিয় আন্তঃরাজ্য মাদক চক্রের অংশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments