eaibanglai
Homeএই বাংলায়জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দুর্গাপুরের কিশোরী

জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দুর্গাপুরের কিশোরী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি ন্যাশনাল গোল্ডেন আইকনে সিটি উইনারের শিরোপা জিতেছে দুর্গাপুরের মেয়ে মনসৃজা মুখোপাধ্যায়। এবার সে আরও বড় মঞ্চের দিকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে চলেছে। মনসৃজাও এবার মিস টিন ইন্ডিয়ায় অংশ নিতে চলেছে। সিটি সেন্টারের বিদিশা এলাকায় এক সাংবাদিক বৈঠকে তার এই সাফল্যের কথা জানান দুর্গাপুরের ফ্যাশন সংস্থা ‘লেডি ফাউন্ডেশন’-এর কর্ণধার ডঃ পারমি গোস্বামী। তিনি বলেন, “আমাদের সংস্থায় দুর্গাপুরের কিশোরী থেকে তরুণীদের মডেলিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তারাই রাজ্য ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা তুলে ধরে সফলতা অর্জন করছে। সেই পথে এগিয়ে চলেছে মনসৃজাও।” অন্যদিকে আত্মবিশ্বাসী মনসৃজা বলে,”আমি সবসময় নিজেকে বিজয়ী মনে করি। সিটি উইনার হয়েছি, এবার রাজ্যস্তর পেরিয়ে মিস টিন ইন্ডিয়ার মঞ্চে পৌঁছে গিয়ে নিজের স্বপ্নকে সত্যি করব।”

প্রসঙ্গত সম্প্রতি শহর দুর্গাপুরে ‘লেডি ফাউন্ডেশন’-এর উদ্য়োগে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা “ন্যাশনাল গোল্ডেন আইকন ২০২৫”। যেখানে শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় শহর থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। দু বছর থেকে ষাট বছর বয়সী প্রতিযোগীদের জন্য ছিল আলদা আলদা ইভেন্ট। এই প্রতিযোগিতাতেই সিটি উইনারের শিরোপা পায় দুর্গাপুরের মেয়ে মনসৃজা।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘লেডি ফাউন্ডেশন’-এর কর্ণধার তথা মডেল ডঃ পারোমি গোস্বামী নিজেও আন্তর্জাতিক স্তরে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জয় করেছেন। এমনকি তাঁর প্রশিক্ষিত বেশ কিছু ছাত্র-ছাত্রীও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তাই দুর্গাপুর তথা সংলগ্ন এলাকার নতুন প্রজন্মকে উৎসাহিত করতে তাঁর এই উদ্যোগ বলে জানান ডঃ পারোমি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments