নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্বমঞ্চে নজরকাড়া সাফল্য অর্জন করল দুর্গাপুরের শিশুকন্যা শ্রিয়া গরাই। সৌন্দর্য প্রতিযোগিতা “জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফাইনাল ২০২৫”-এ ফার্স্ট রানার্স আপের খেতাব জয় করেছে দুর্গাপুরের কাঁকসার বাসিন্দা শ্রিয়া। ভিয়েতনামে অনুষ্ঠিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ২২টি দেশের খুদেরা অংশগ্রহণ করেছিল। সেখানে সবাইকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে দুর্গাপুরের এই মেয়ে। মাছ ৬ বছর বয়সে তার এই সাফল্য শুধু দুর্গাপুরবাসীকেই নয় দেশকেও গর্বিত করেছে।
দুর্গাপুরের দিল্লি পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শ্রিয়া মাত্র সাড়ে তিন বছর বয়সেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে এবং একের পর এক খেতাব জয় করে। এর পর “জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফাইনাল ২০২৫”-এ অংশগ্রহণের সুযোগ আসে। সারা দেশ থেকে প্রতিযোগীদের নিয়ে গোয়ায় অনুষ্ঠিত হয় বাছাই পর্বের প্রতিযোগিতা,যেখানে সবাইকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নেয় শ্রিয়া এবং ভিয়েতনামে ফাইনাল অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পায়।
তবে শুধু মডেলিংয়েই নয়, পড়াশুনাতেই যথেষ্ঠভালো দুর্গাপুরের গর্ব এই খুদে। শ্রিয়ার বাবা অভিজিৎ গড়াই জানান পড়াশুনা, মডেলিং সহ যে কাজই করে মন দিয়ে করে তাদের মেয়ে। মেয়ের এই সাফল্যে গর্বিত অভিজিৎ জানান ভবিষ্য়তে শ্রিয়া যে পথ বেছে নিয়ে এগিয়ে যেতে চাইবে তাঁরা তাকে সহযোগিতা করবে। তবে ছোট্ট শ্রিয়া জানিয়েছে বড় হয়ে সে অ্যাস্ট্রোনাট হতে চায়, সঙ্গে হবি হিসেবে মডেলিংকেও রাখতে চায়।





