eaibanglai
Homeএই বাংলায়পুলিশের বিরুদ্ধে গুগল ম্যাপে আপত্তিকর মন্তব্য, হৈচৈ নেটিজেনদের মধ্যে

পুলিশের বিরুদ্ধে গুগল ম্যাপে আপত্তিকর মন্তব্য, হৈচৈ নেটিজেনদের মধ্যে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ‘পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়’, রাস্তা চিহ্নিত করে মোবাইলের ‘গুগল ম্যাপ’ অ্য়াপে এমনই চাঞ্চল্যকর তথ্য। যা নিয়ে হৈচৈ পড়েছে নেটিজেনদের মধ্যে। কারা এইসব করছে সেই নিয়েও চিন্তিত ট্রাফিক।

প্রসঙ্গত, দুর্গাপুরের ইস্পাত নগরীর এএসপি স্টেডিয়ামের সামনে একটি গোল চক্কর রয়েছে। সেই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। বহু বাইক, চারচাকা আরোহী মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই রাস্তা ধরে তাদের গন্তব্যে পৌঁছান। সম্প্রতি মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই রাস্তা ধরে যেতে গিয়ে অনেকে চমকে যাচ্ছেন। এসপি স্টেডিয়ামের সামনের গোল চক্করে লাল চিহ্ন করে মোবাইল লোকেশনে লেখা রয়েছে “পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়।” সেই লেখা দেখে ভয়ে অনেকে থমকে যাচ্ছেন। ভয়ে অনেকে অন্য পথ অবলম্বন করছেন।

যদিও মোবাইল লোকেশনে এই তথ্য দেখে মজা নিচ্ছেন নেটিজনেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাইক আরোহী বলেন,”ওই রাস্তাতে প্রায় দিন বিকেলের দিকে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে। হেলমেট না থাকলে গাড়ি আটকানো হয়। সেই জন্যই হয়তো কেউ মোবাইল লোকেশনে লিখে দিয়েছে।”

তবে এসিপি ট্রাফিক থ্রি রাজকুমার মালাকার বলেন,”গোটা দুর্গাপুর জুড়েই ট্রাফিকের বিশেষ নজরদারি চলে। মদ্যপান করে গাড়ি চালালে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ট্রাফিকের কড়া পদক্ষেপের জন্য কমেছে দুর্ঘটনা। বসন্ত উৎসবের আবহেও দুর্ঘটনার হার একেবারেই কম। মানুষের কোন সমস্যা হচ্ছে নাকি সেটাও জানা হবে। তবে মোবাইল লোকেশনে এইসব কারা লিখছে আমাদের জানা নেই। সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পারলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments