eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার বিকেলে দুর্গাপুরে গণধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া ছাত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্য়ায় বিচারের আশ্বাস দিলেন তিনি।

এদিন বিকেল পাঁচটা নাগাদ দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন রাজ্যপাল। দীর্ঘ প্রায় এক ঘণ্টা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিলেন তিনি । সেখানে তিনি কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ও তার বাবা-মায়ের সঙ্গেও। এর পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজের আধিকারিক ও চিকিৎসকদের সাথেও দীর্ঘক্ষণ কথা বলেন ও আলোচনা করেন।

পরে হাসপাতালেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “খুবই বেদনাদায়ক ঘটনা। আমি নির্যাতিতা এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। নির্যাতিতা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছেন। যেটুকু কথা হয়েছে তা একান্তই গোপনীয়। নির্যাতিতা এবং তার পরিবার যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।” এরপর রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কটাক্ষের সুরে রাজ্যপাল বলেন, “এই ধরনের ঘটনা এই প্রথম রাজ্যে হলো, এমনটা নয় । সাম্প্রতিককালে বেশ কয়েকটি এই ধরনের ঘটনার অভিজ্ঞতা আমাদের হয়েছে। যে বাংলার হাত ধরে নবজাগরণ এসেছিল সেই বাংলায় এই ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। আশা করি, আমরা এই পরিবারকে বিচার দিতে পারবো।”

প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার রাতে পুরুষ সহপাঠীর সাথে কলেজ ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার হন দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় রাজ্য তথা সাড়া দেশজুড়ে। তদন্তে নেমে ঘটনায় অভিযুক্ত পাঁচজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments