eaibanglai
Homeএই বাংলায়হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও খোলা দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়

হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও খোলা দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কলকাতা হাইকোর্টের নির্দেশিকা তোয়াক্কা না করে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় বা ইউনিয়ন রুম খোলা রাখার অভিযোগ উঠল দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে। গতকালই এই বিষয়ে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল থেকেই দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়ের খোলা রয়েছে ছাত্র পরিষদের কার্যালয়। চলছে যাবতীয় কাজকর্ম। ছাত্র পরিষদের কার্যালয়ে থাকা তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য অবশ্য দাবি করেন, এদিন পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি, বা কলেজের প্রিন্সিপালও এবিষয়ে কোনো নির্দেশ দেননি, তাই ইউনিয়ন রুম বন্ধ করা হয়নি। কলেজ কর্তৃপক্ষও অবশ্য দাবি করেছেন এবিষয়ে এখনো উচ্চ শিক্ষা দপ্তরের কোনো নির্দেশিকা আসেনি।

অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”তৃণমূল বিচার ব্যবস্থাকেও মানে না। এই ঘটনা তার প্রমান। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় খোলা রয়েছে। নিন্দনীয় ব্যাপার।”

প্রসঙ্গ কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে যে, যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বৈধ ছাত্র সংগঠন বা সংসদ নেই অথবা যেখানে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেখানে ছাত্র সংসদ কক্ষ বা ‘স্টুডেন্ট ইউনিয়ন রুম’ তালাবন্ধ করে রাখতে হবে। এমনকি ইউনিয়ন রুমের ব্যবহারেও কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। বলা হয়েছে, ইউনিয়ন রুম অফিসিয়াল কাজে ব্যবহার করতে হলে প্রিন্সিপাল বা রেজিস্টারের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবহার করা যাবে। থাকতে হবে অনুমতিপত্র। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম রিক্রিয়েশন কাজে ব্যবহার করা যাবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments