নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ ভারতীয় ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। ২৬ জানুয়ারি ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি। স্কুল পড়ুয়া থেকে ছোট বড় বিভিন্ন বয়সের, সমাজের বিভিন্ন পেশা, স্তরের মানুষ পালন করছে দিনটি। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কোথাও কুজকাওয়াজ, কোথাও নৃত্য গীতি আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান,কোথাও সামাজিক কর্মকাণ্ড ইত্যাদি নানা ভাবে পালিত হচ্ছে দিনটি।
সারা দেশের পাশাপাশি দুর্গাপুর হ্যান্ডিক্যাপড হ্যাপি হোমের বিশেষ চাহিদা সম্পন্নদ সদস্যরাও এদিন সামিল হল প্রজাতন্ত্র দিবস উদযাপনে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এদিন হোমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এরপর হোমের সদস্য ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজ করে অতিথিদের অভিবাদন জানায়।
এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কিশোর-কিশোরী, তরুণ তরুণীদের দ্বারা অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওদের নৃত্য গীতি কবিতা সহ যোগা পরিবেশনা ছিল মনমুগ্ধকর, যা সকলের মন ছুয়ে যায়। ওদের মধ্যেও যে সুপ্ত প্রতিভা রয়েছে এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে তা আরও একবার সকলের সামনে উঠে এল।
প্রসঙ্গত ২০০১ সালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোর কিশোরীদের নিয়ে দুর্গাপুরের ইস্পাত নগরীর হর্ষবর্ধন রোডে গড়ে ওঠে বেসরকারি আবাসিক হোম ‘দুর্গাপুর হ্যান্ডিক্যাপড হ্যাপি হোম’। পশ্চিম বর্ধমানের একমাত্র বিশেষভাবে সক্ষমদের বেসরকারি আবাসিক হোম এটি। যেখানে আবাসিকদের পড়াশুনার পাশাপাশি গান বাজনা সহ নানা হাতের কাজ শেখানো হয়। ওরা সঠিক প্রশিক্ষণ পেলে নিজেরাই জীবনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন হ্যাপি হোমের সভাপতি শিশির চ্যাটার্জী ও সম্পাদিকা পাপিয়া মুখোপাধ্যায়।