eaibanglai
Homeএই বাংলায়বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পৌর স্বাস্থ্যকর্মীদের

বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পৌর স্বাস্থ্যকর্মীদের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বেতন বৃদ্ধি, অবরকালীন ৫ লক্ষ টাকা, সরকারী কর্মীর স্বীকৃতি সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা। সেই দাবি দাওয়া পূরণ না হওয়া অবশেষে কর্মবিরতি শুরু করলেন তারা। মঙ্গলবার তাঁদের একাধিক দাবি পূরণের দাবিতে কাজ বন্ধ রেখে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে সামিল হন রাজ্য পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা। এদিন সকাল থেকে সকলেই কর্মবিরতিতে অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্গাপুর পুরসভার অধীন একাধিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের দৈনিক দশ থেকে এগারো ঘণ্টা কাজ করতে হয়। বিনিময়ে পাঁচ হাজারের কিছু বেশি টাকা বেতন পান তাঁরা। রাজ্যের পুরমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছেও বেতন বাড়ানোর আর্জি জানিয়েছেন তাঁরা। কিন্তু সুরাহা হয়নি। তাই তাঁদের দাবি না মানা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা কাজ করবেন না।

এদিন বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পাল। তিনি বলেন, “আমাদের দাবি অবিলম্বে পূরণ করতে হবে। দীর্ঘদিন ধরে আমরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনও সুরাহা হয়নি। দাবি না মানা হলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব না। সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও এই আন্দোলন চলবে।”

বর্তমানে দুর্গাপুর নগর নিগম এলাকায় মোট প্রায় ১৫০ জন পৌর স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। এদিকে পৌরকর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির জেরে পৌর নিগম এলাকায় স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments