নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবার একেবারে হাসপাতালের সিসিইউ-র ভেতর ঢুকে গেল সাপ। এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনায় একদিকে যেমন রোগী ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তেমনি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গেছে রবিবার বেলা ১১টা ৩০ নাগাদ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভেতর একটি সাপ নজরে আসে। সেই সময় ওই বিভাগে অনেক রোগীও ছিলেন। এদিকে সাপটি নজরে আসতেই রোগী ও কর্তব্যরত নার্সদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। পাশাপাশি খবর যায় প্রকৃতিপ্রেমী দেবাশীষ মজুমদারের কাছেও। অবশেষে দেবাশীষবাবু সাপটিকে ওই বিভাগের চিকিৎসকদের রুমের সামনে থেকে উদ্ধার করলে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যদিও সাপটি বিষধর ছিল কিনা জানা যায়নি।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে জরুরী বিভাগে সাপ ঢোকার বিষয়টি অস্বীকার করলেও পরে মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল জানান এই ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বাড়তি নজরদারি চালানো হবে গোটা হাসপাতাল জুড়ে।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে মহকুমা হাসপাতালের জরুরী বিভাগের সামনে ও হাসপাতাল সংলগ্ন বাইক, স্কুটার রাখার স্ট্যান্ডে চন্দ্রবোড়া সাপ ঘুরতে দেখা গেছিল। সেই সময়ও আতঙ্ক তৈরি হয়েছিল ওই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যে কোনো পদক্ষেপ গ্রহন করেনি তা এদিনের ঘটনাই প্রমান করে দিল। আসলে হাসপাতালের আশপাশ আগাছা ও ঝোপঝাড়ে ভর্তি। হাসপাতাল চত্বরে বিষধর সাপের দেখা মিললেও জঙ্গল আগাছা পরিষ্কার করা হয়নি বলেই অভিযোগ উঠছে।