নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শ্রমিকদের অধিকারের দাবিতে দুর্গাপুরের কাদারোড এলাকার একটি সিমেন্ট কারখানার সামনে আমরণ অনশন করছেন ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ধ্রুবজ্যোতি মুখার্জি। শনিবার ছিল অনশনের ১৬ দিন। এদিন তাঁর সঙ্গে দেখা করলেন আসানসোল দিক্ষণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দিলেন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
জানা গেছে ওই কারখানায় প্রায় ৬৫০ শ্রমিক কাজ করেন। অভিযোগ শ্রমিকরা জীবেনর ঝুঁকি নিয়ে পরিশ্রম করলেও রীতিমতো লাভে চলা ওই কারখানা শ্রমিক স্বার্থের কথা ভাবে না। আমরণ অনশনরত ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ধ্রুবজ্যোতি মুখার্জি এদিন কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “গত আর্থিক বর্ষে কারখানা কর্তৃপক্ষ ২৫৭ কোটি টাকা লাভ করেছে । অথচ শ্রমিকরা হাজিরি পান ৩৩০-৩৯০টাকা। নূন্যতম বেতন ৫৫০-৭০০টাকা দাবি করা হয়েছে। সাড়ে ছশোর উপর শ্রমিক আছে যারা ঠিকা মজদুর। যারা জীবনের ঝুকি নিয়ে দূষণের মধ্যে কাজ করেন। ডাস্ট অ্যালাউন্স পায়না। ইএসআই গ্যাজুইটির সুবিধা পায় না। এই বিষম্যের বিরোধীতায় ও সম কাজে সম বেতন সহ একাধিক দাবি দাওয়া নিয়ে শ্রমিক স্বার্থে এই আমরণ আনশন চলবে।”
অন্যদিকে এদিন ধ্রুবজ্যোতিবাবুর সঙ্গে কথা বলে শ্রমিক নিপিড়ন নিয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি বিধায়িকা। তিনি বলেন,”রাজ্যের প্রতিটি প্রান্তেই একই অবস্থা। এই কারখানাতেও শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না। পে স্লিপ, ই এস আই, সঠিক মজুরি এবং নিরাপত্তা সামগ্রী পাচ্ছে না। শ্রমিকদের স্বার্থে কারখানার গেটের সামনে অনশন করছেন আমাদের কর্মী ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। আমি এসেছিলাম শ্রমিকদের অধিকার নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে। শনিবার বলে হয়তো কারো দেখা পেলাম না। আগামী সোম মঙ্গলবারের মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে আমরা আন্দোলনের পথে হাঁটবো।” পাশাপাশি জাতীয় শ্রম মন্ত্রকের কাছে অভিযোগ জানানোর কথাও জানান তিনি।




