নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ফনা তুলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রক্তাক্ত সাপ। যা দেখে থমকে গেল পথ চলতি সাধারণ মানুষ থেকে গাড়িঘোড়া। ব্য়স্ততম সময়ে সৃষ্টি হল সাময়িক যানজটের। এমনই ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের চার্চ সংলগ্ন মূল রাস্তা।
জানা গেছে এই ব্যস্ততম রাস্তায় এদিন দুপুর নাগাদ নেউল ও সাপকে লড়াই করতে দেখা যায়। তার মধ্যেই হাঠাৎ করে গাড়ি চলে আসায় ভয় পেয়ে পালিয়ে যায় নেউলটি। অন্যদিকে গাড়ির ধাক্কায় জখম হয় সাপটি এবং মাঝ রাস্তায় ফনা তুলে দাঁড়িয়ে পড়ে। যা দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে পথ চলতি মানুষেরা। এমনকি দু চাকা- চারচাকা গাড়ি সহ মিনি বাস ও বড়ো বাস দাড়িয়ে পড়ে। অবশেষে একজন বাস কর্মী আহত ও রক্তাক্ত সাপটিকে রাস্তা থেকে সরিয়ে পাশের জঙ্গলে ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

















