নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিয়ের অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে। বর পক্ষের সাথে কনে পক্ষের হাতাহাতি, ভাঙচুর, মৃত্যু কনে পক্ষের এক যুবকের। ঘটনায় গ্রেফতার বর পক্ষের তিন জন।
শনিবার ভ্যাম্বে কলোনি এলাকায় একটি বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বরপক্ষ এসেছিল আসানসোলের বরাকর থেকে। অভিযোগ বিয়ের আসরে ডান্স প্লাটফর্মে কোন গান চলবে, তাই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ এই ঝামেলা চলাকালীন কনের পক্ষের এক যুবককে বরপক্ষের লোকজন টেনে হিচড়ে নিয়ে যায় এবং গুলি করে খুন করে। মৃত যুবকের নাম আর্টিস্ট বেদ (১৮)। সে পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা। মৃত যুবক সম্পর্কে কনের ভাই।
ঘটনা প্রসঙ্গে কনের মামা অবিনাশ বেদ বলেন, “বরযাত্রীর লোকেরা আমাদের উপর হামলা চালায়। আমার ভাগ্নেকে গুলি করে খুন করে। আমরা দোষীদের শাস্তি চাইছি।”
যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় দাবি করেছেন, ঘটনায় কোনো গুলি চলেনি। মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। যা দেখে বোঝা যাচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যিদেক এদিনের এই পুরো ঘটনার জন্য বন্ধ হয়ে যায় বিয়ের অনুষ্ঠান, বাতিল হয়ে যায় বিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবারও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।





