নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শ্রমিক নিয়োগকে ঘিরে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরের দ্বন্দ্ব ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দুর্গাপুরের এবিএল টাউনশিপে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত দলেই দুই কর্মী। তাদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই গোষ্ঠীদ্বন্দ মাথা চাড়া দিচ্ছে তৃণমূলের, কটাক্ষ বিজেপির।
দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রসঙ্গত ওই দলীয় কার্যালয় দলের কাজকর্ম ও আলোচনার পাশাপাশি বর্তমানে এসআইআর নিয়েও কাজকর্ম চলছে। অন্যান্য দিনের মতোই রবিবার রাতেও দলীয় কর্মীদের উপস্থিতিতে চলছিল কাজকর্ম আলোচনা। অভিযোগ সেই সময় ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার অনুগামী ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বাঁশ,লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ তোলে দুপক্ষই। খবর পেয়ে ছুটে যায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যা নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও বেশ বেগ পেতে হয়।
২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিপেন মাঝি বলেন,” কয়েকদিন আগেই এলাকার বেশ কয়েকজন ছেলেকে বেসরকারি কারখানায় কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তারা এবং আমাদের কিছু ছেলে শ্রমিক সংগঠনের কার্যালয়ে গিয়ে তারই প্রতিবাদ করে। সেই সময় ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের অনুগামী রঞ্জিত পন্ডিতের লোকজন লাঠি,সোটা, ইট নিয়ে আমাদের ছেলেদের উপর হামলা চালায়। আমি সুভাষপল্লীর দলীয় কার্যালয়ে এসআইআর এর কাজ করছিলাম। তখনই খবর পাই ও ছুটে যাই। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।”
অন্যদিকে ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার অনুগামী রঞ্জিত পন্ডিত পাল্টা দাবি করে বলেন, “আমরা এসআইআর এর কাজ করছিলাম। তখনই ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির লোকজন আমাদের ওপর চড়াও হয়। বাঁশ, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয়। পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমরা ওদের শাস্তি চাইছি।”
এদিকে শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব বাইরে এসে পড়ায় বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন,”বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ বাড়ছে। মারামারি হচ্ছে। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। আরো কত কি দেখতে পাবেন বিধানসভা নির্বাচনের আগে।”
যদিও বিরোধীদের কথায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব। তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানষ অধিকারী অন্তর্দ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে বলেন,”আমরা এসআই আর এর কাজ নিয়ে এখন ব্যস্ত।”

















