eaibanglai
Homeএই বাংলায়দুর্নীতি রুখতে আইএনটিটিইউসির কোর কমিটির বৈঠকে হুঁশিয়ারি ঋতব্রতর

দুর্নীতি রুখতে আইএনটিটিইউসির কোর কমিটির বৈঠকে হুঁশিয়ারি ঋতব্রতর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে দলেরই একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কর্মসংস্থান পোর্টাল চালু হওয়ায় তৃণমূলের বেশ কিছু লোক ঝান্ডা নিয়ে প্রতিবাদ করেছিল। তার মানে ঢিলটা ঠিক জায়গায় লেগেছিল।”

প্রসঙ্গত দুর্গাপুরের বিভিন্ন শিল্প কারখানায় গত কয়েক বছরে অর্থের বিনিময়ে বহিরাগতদের বনিয়োগের অভিযোগ ওঠে আইএনটিটিইউসির নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। এই কোন্দল আর দুর্নীতির অভিযোগ তীব্র আকার নেওয়ায় তমলুক এবং দুর্গাপুরে আইএনটিটিইউসিতে রদবদলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার এই দুই জায়গায় শ্রমিক সংগঠনে সভাপতির পদের বিলোপ ঘটিয়ে কোর কমিটি ঘোষণা করে দল। এদিন দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে সেই কোর কমিটির সদস্যদের নিয়েই বৈঠকে বসেছিলেন ঋতব্রত এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

ঋতব্রত বলেন, “কোর কমিটিই এবার থেকে দুর্গাপুরের শ্রমিক সংগঠন পরিচালনা করবে। মাসে তিনবার করে বৈঠক হবে। শ্রমিকরা যাতে সঠিক সুযোগ-সুবিধা পায় সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে। কারখানা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন। কারখানায় যা লোক নিয়োগ করা হবে সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে নেওয়া হবে। কারখানা কর্তৃপক্ষকেও জানানো হবে,কোর কমিটির কোন সদস্য যদি কোন অনৈতিক দাবি করে তাহলে সরাসরি আমাকে জানানোর জন্য।”

যদিও আইএনটিটিইউসি’র অনেকের দাবি কোর কমিটির সদস্যদের মধ্যে অনেকেই ঠিকাদারি সাথেও জড়িত। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। এই বিষয়টি নিয়ে ঋতব্রত বলেন, “কারো যদি কোন অভিযোগ থাকে তাহলে তা নির্দিষ্ট হেল্পলাইন নাম্বারে জানাতে হবে।”

অন্যদিকে আইএনটিটিইউসি’র এই কোর কমিটি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী কংগ্রেস। জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর দাবি, আগে দু এক জন টাকা তুলতো ঠিকাদারদের কাছ থেকে, এখন ১১ জন মিলে তুলবে। এতে দুর্গাপুরের বেকারদের বা শ্রমিকদের আদপে কোন উন্নতি হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments