eaibanglai
Homeএই বাংলায়জেলায় বিদ্যুৎ দপ্তরের আইএনটিটিইউসির সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু

জেলায় বিদ্যুৎ দপ্তরের আইএনটিটিইউসির সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ দপ্তরের ইনিটগুলিতে তৃণমূলের শ্রমিক সংগঠনগুলি (আইএনটিটিইউসি) ভেঙে একত্রিত করে একটি মাত্র ইউনিয়ন “তৃণমূল ইউনিয়ন ফর পাওয়ার এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল” গঠন করার সিদ্ধান্ত নেয় দলীয় নেতৃত্ব। সেইমতো গত পরশু দুর্গাপুরে এসে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার বিদ্যুৎ দপ্তরের ইউনিয়নগুলি বাতিল করার নির্দেশ দেন। সেই মতো পুরনো সমস্ত সংগঠন গুলি ভেঙে “তৃণমূল ইউনিয়ন ফর পাওয়ার এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল” ছত্রছায়ায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের একত্রিত করতে সদস্যপদ সংগ্রহের কাজ শুরু গেল দুর্গাপুরে। জানা গেছে প্রথম দিনেই প্রায় দেড়শোজন দলের নতুন ইউনিয়নের সদস্যপদ সংগ্রহ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের মধ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলাতেই “তৃণমূল ইউনিয়ন ফর পাওয়ার এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল” এর সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু হল। রাজ্য বিদ্যুৎ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলায় ৩৭ টি ইউনিট রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments