eaibanglai
Homeএই বাংলায়মানব কঙ্কাল তৈরির পরিকাঠামো গড়ে তোলার আবেদন

মানব কঙ্কাল তৈরির পরিকাঠামো গড়ে তোলার আবেদন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হল ক্যাডেভারিক ওথ (ব্যবচ্ছেদ-এর জন্য রাখা মৃতদেহগুলিকে সম্মান জানিয়ে শপথ নেওয়া) অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণদর্পণের সহযোগী সংস্থা ‘মুক্তচিন্তা’-র পক্ষ থেকে বিশিষ্ট সমাজ কর্মী সৌরভ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন কয়েক মাস আগে মরণোত্তর দেহদান হওয়া শিক্ষাবিদ রঞ্জুগোপাল মুখার্জির পুত্র-পুত্রবধূ সহ আত্মীয়-পরিজনেরা।

এদিনের অনুষ্ঠানে সমাজের বুকে মরণোত্তর দেহদান আন্দোলনের প্রভাব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সমাজ কর্মী সৌরভ দত্ত। তিনি জানান, এই ধরনের অনুষ্ঠানের প্রকৃত সাফল্য হবে তখনই, যখন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা এবং পরবর্তীতে চিকিৎসকরা এই দেহদানের বিষয়টি যুক্তিবাদ ও মানবিকতার সাথে কোনো আপোস না করেএগিয়ে নিয়ে যেতে পারবেন।

সৌরভবাবু জানান তিনি এদিন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন যাতে দুর্ঘটনা, হত্যা কিংবা আত্মহত্যার পরে পোস্টমর্টেম হয়ে যাওয়া দেহগুলি চিকিৎসার সুবিধার জন্য কঙ্কাল তৈরি করার উদ্দেশ্যে পরিবারের কাছ থেকে গ্রহণ করার জন্য। পাশাপাশি কঙ্কাল তৈরির জন্য যে বিশেষ পরিকাঠামোর দরকার তা তৈরি করার। প্রসঙ্গত বিশেষ পদ্ধতি অবলম্বন করে মৃতদেহ থেকে কঙ্কাল তৈরি করতে হয়। এখনো পর্যন্ত রাজ্যে শুধুমাত্র কলকাতার একটি সরকারি মেডিক্যাল কলেজেই (এনআরএস) এই পরিকাঠামো রয়েছে।

সৌরভবাবুর মতে পুলিশ প্রশাসন এই বিষয়ে সহায়তা দিলে ছাত্র-ছাত্রীদের এবং চিকিৎসা বিজ্ঞানের যথেষ্ট উপকার হবে। এবং একই সাথে কঙ্কাল নিয়ে বেআইনি ব্যবসা বন্ধ হবে। পাশাপাশি মরণোত্তর দেহদানে ইচ্ছুক কোনো ব্যক্তির দুঃখজনক ভাবে অপমৃত্যু হলেও তাঁর দেহদানের ইচ্ছেটিও মর্যাদা পাবে।

এদিনের অনুষ্ঠানে ২৫০ জন প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী সহ বেশ কিছু অন্যান্য বর্ষের ছাত্র-ছাত্রী, আইকিউ সিটি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য কয়েকটি বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের বেশ কিছু অধ্যাপক, অ্যানাটমি বিভাগ সহ অন্য বেশ কিছু বিভাগের কর্মীবৃন্দ এবং প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার অংশগ্রহণ করেছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments