নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের ইস্পাত নগরীর আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকল কর্মীদের প্রায় ৪-৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আবাসনে কেউ না থাকায় কোনো হতাহতরে ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে ইস্পাত নগরীর কনিষ্ক রোডের ১/১২৬ নম্বর আবাসন থেকে এদিন সকালে প্রতিবেশীরা ধোঁয়া বেরোতে দেখেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলবিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা এবং দমকলের একটি ইঞ্জিন প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আবাসনটি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের।
জানা গেছে দ্বিতল ওই আবাসনটি গুরুপদ সেনগুপ্ত ও তাঁর স্ত্রী রুক্ষ্মীনি সেনগুপ্তর নামে রয়েছে। তাঁদের দুই ছেলে বর্তমানে চাকরি সূত্রে বিদেশে থাকেন। ফলে আবাসনটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
অন্যদিকে এদিনের অগ্নিকাণ্ডের জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় প্রতিবেশীদের মধ্যে। প্রতিবেশীদের দাবি বন্ধ বাড়িতে যদি গ্যাস সিলিন্ডার বা ওই ধরণের কোনো সামগ্রী থেকে থাকে, তাহলে বিস্ফোরণে আশেপাশের আবাসনগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সেরকম কোনো ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা।
তবে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো তা নিয়ে ধন্ধ কাটেনি। দমকল বিভাগের লিডার বিজন কুমার মণ্ডল জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।