eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে যদুবংশী সেবা সমিতির প্রাক হোলি মিলন অনুষ্ঠান

দুর্গাপুরে যদুবংশী সেবা সমিতির প্রাক হোলি মিলন অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে হয়ে গেল যদুবংশী সেবা সমিতির উদ্যোগে প্রাক হোলি মিলন অনুষ্ঠান। পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের কাড়া রোড হনুমান মন্দিরের কাছে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠানটি। যেখানে দুর্গাপুরের পাশাপাশি রানিগঞ্জ, আসানসোল, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর, অন্ডাল সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে যদুবংশী সম্প্রদায়ের কয়েকশো সদস্য অংশগ্রহণ করেছিলেন। এদিনের অনুষ্ঠানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ছিল সকলে মিলে খাওয়া দাওয়ার আয়োজন।

উদ্যোক্তারা জানান, যদুবংশী সমাজের ঐক্য, অগ্রগতি, শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক সচেতনতা বাড়ানোই তাঁদের লক্ষ্য। যদুবংশী সেবা সমিতির সভাপতি ভোলা যাদব জানান, সমাজের গরীর, দরীদ্র, পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষজনের পাশে দাড়িয়ে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলেছে তাঁদের এই সংগঠন। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করে সমাজকে মহিমান্বিত করে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে বদ্ধপরিকর তাঁরা।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, যদুবংশী সেবা সমিতির সভাপতি ভোলা যাদব, সুভাষ সিং, মিন্টু চৌধুরী, উমেশ যাদব, শম্ভু যাদব, বিনোদ যাদব, দীনেশ যাদব এবং যদুবংশী সম্প্রদায়ের বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments