নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার ২৬তম বর্ষে পদার্পণ করল। শনিবার উল্টো রথের পূণ্য তিথিতে শংকরপুরে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হল শংকরপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন শংকরপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য স্বাধীন ঘোষ সহ শংকরপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সকল সদস্যরা।
এবার পুজোর থিমে থাকছে চমক। দীঘায় সদ্য গড়ে ওঠা জগন্নাথ মন্দিরটি দেখা যাবে পুজো মণ্ডপ হিসেবে। পুজোর বাজেট ধরা হয়েছে ৫৫ লক্ষ টাকা।
পুজো কমিটির সদস্য স্বাধীন ঘোষ জানান, দীর্ঘ ২৪ বছর ধরে সাধারণ ভাবে পুজো হলেও গত বছর রজত জয়ন্তী বর্ষে পুজোর বাজেট অনেকখানি বাড়ানো হয়েছিল। যাতে করে আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে পুজোমণ্ডপ তৈরি করা হয়েছিল, যা দর্শকের নজর কেড়েছিল ও সুনাম অর্জন করেছিল। তাই এবছরেও দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার তাগিদে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপুজো মণ্ডপ তৈরি করার চিন্তাভাবনা।
অন্যদিকে এবছরের থিম নিয়ে যথেষ্ঠা আশাবাদী পুজো কমিটির উদ্যোক্তারা। তাঁদের আশা, গত বছরের থেকেও এবছরের থিম আরো বেশী মানুষের নজর ও প্রশংসা কাড়বে।





