eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস পালন

দুর্গাপুরে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস পালন

সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর ১৩৫ তম জন্ম দিবস। তাঁর স্মরণে সারা দেশ তথা রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি। বিভিন্ন সংগঠনের পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা শ্রদ্ধার সঙ্গে পালন করছেন দিনটি।

দুর্গাপুরেও পালিত হল পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে দুর্গাপুরের ইস্পাত নগরীর কাশীরাম দাস এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেহেরু ভবনে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। যেখানে পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। দেশের প্রথম প্রধানমন্ত্রীকে স্মরণ করে এদিন তরুণবাবু বলেন, “আধুনিক ভারতের জনক জওহরলাল নেহেরু। তাঁর অবদান চারিদিকে ছড়িয়ে। সুতরাং যে যাই বলুক নেহরুজিকে বাদ দিয়ে আধুনিক ভারতের কল্পনা করা যায় না।”

এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইএনটিইউসি নেতা রানা সরকার, পূর্ণেন্দু পান্ডা, দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, জেলা যুব কংগ্রেস নেতা অনুপম সাঁই ও সুব্রত ঘোষ।

এদিন শিশু দিবস উপলক্ষে তরুণ রায় বিভিন্ন স্কুলের শিশুদের মধ্যে কেক ও চকোলেট বিতরণ করেন। প্রসঙ্গত দেশের প্রধানমন্ত্রী শিশুদের কাছে চাচা নেহরু হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন। শিশুদের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও স্নেহ বিশেষ নজর কেড়েছিল। তিনি যে শুধু শিশুদের ভালোবাসতেন তা নয়। তাঁর দীর্ঘ প্রধানমন্ত্রীত্বের আমলে শিশুদের জন্য নানারকম কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছিলেন। তাই তাঁর মৃত্যুর পর থেকে তাঁর জন্মদিনটিকে দেশজুড়ে শিশুদিবস হিসেবে পালন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments