eaibanglai
Homeএই বাংলায়জেলার কৃতীদের “পশ্চিম বর্ধমান জেলা সম্মান” প্রদান

জেলার কৃতীদের “পশ্চিম বর্ধমান জেলা সম্মান” প্রদান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সমাজের বিভিন্ন ক্ষেত্রে জেলার কৃতীদের “পশ্চিম বর্ধমান জেলা সম্মান”-এ পুরস্কৃত করল আসানসোল-দুর্গাপুর দুই পুরনিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সহযোগিতায় ছিল দুর্গাপুর বণিক সভা। রবিবার সন্ধ্যায় সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিল্পপতি, খেলোয়াড়, শিক্ষককে জেলা সম্মানে পুরস্কৃত করা হয়। জেলা রত্ন সম্মানে সম্মানিত হন দুর্গাপুরের দুই বেসরকারি হাসপাতালের কর্ণধার ডক্টর সত্যজিৎ বোস ও ডক্টর অরুণাংশু গাঙ্গুলী।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, দুই সাংসদ শত্রুঘ্ন সিনহা ও কীর্তি আজাদ, উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক, কমিশনার এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও বিশেষ অতিথি হেসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান।

এই পুরস্কার বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার জানান, পশ্চিম বর্ধমানের পরিচিতি তার প্রাণবন্ত শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। এই জেলা সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতির সাক্ষী থেকেছে। জেলার অগ্রগতি আর উন্নতিতে যারা ভূমিকা রেখেছেন তাঁদের সম্মানিত করতে ও নতুন প্রজন্মকে জেলার উন্নয়নে সহযোগিতায় উৎসাহ দিতেই “পশ্চিম বর্ধমান জেলা সম্মান পুরস্কার”-এর ভাবনা।

অন্যদিকে এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন, “পশ্চিম বর্ধমান তার শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নতি হয়েছে এই জেলার। আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সমাজের দূরদর্শী উদ্যোক্তা এবং নায়কদের স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ যারা পশ্চিম বর্ধমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই বিষয়টি মাথায় রেখেই “পশ্চিম বর্ধমান জেলা সম্মান পুরস্কার” এর উদ্যোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments