নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দেশের বিখ্যাত গহনা কোম্পানি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুম চালু হল দুর্গাপুরের সিটি সেন্টারে। নতুন শোরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী এবং পশ্চিমবঙ্গে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রুক্মিণী মৈত্র।
৫৮৪০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, নতুন শোরুমটি সংস্থার পশ্চিমবঙ্গের পঞ্চম শোরুম। যেখান থেকে গ্রাহকরা বিভিন্ন রুচি এবং অনুষ্ঠানের জন্য ডিজাইন করা সোনা, হীরা, প্ল্যাটিনাম, রত্নপাথর এবং রূপার গহনার সংগ্রহ বেছে নিতে পারবেন। সংস্থার দাবি ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে এমন ঐতিহ্যবাহী নকশা থেকে শুরু করে আধুনিক সমসাময়িক শৈলী সব ধরণের গহনাই পাওয়া যাবে তাদের শোরুম থেকে।
আসন্ন ধনতেরাস এবং দীপাবলী উপলক্ষ্যে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের সোনা, মূল্যবান পাথর এবং আনকাট ডায়মন্ড গহনার মেকিং চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ডায়মন্ড মূল্যের উপর ৩০ পর্যন্ত ছাড় এবং এসবিআই ক্রেডিট কার্ডে ২৫৫ টাকা ক্যাশব্যাকের অফার দিচ্ছে। উৎসবের আবহে এই অফারগুলি গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।





