সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশিকার উপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পর শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জয়েন্টের মেধা তালিকা প্রকাশ হতেই তাতে ভেসে উঠল দুর্গাপুরের নাম। মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃষাণজিৎ দোলই। তার সাফল্যে খুশির হাওয়া পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলে। বর্তমানে মুম্বই আইআইটিতে ফিজিক্সে বি–টেক করছে সে। ভবিষ্য়তে বিদেশে ফিজিক্স নিয়ে গবেষণা করার ইচ্ছার কথা জানিয়েছে তৃষাণজিৎ।
প্রসঙ্গত এবার গত ২৭ এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স। ফল প্রকাশিত হল ১১৭ দিনের মাথায অর্থাৎ প্রায় ৪ মাস পর। রাজ্য উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, স্নাতক স্তরে, কলেজে ও বিশ্ববিদ্যালয়ের পোর্টালগুলিও খুলে যাচ্ছে শুক্রবারই। নির্ঘণ্ট মেনে শুরু হয়ে যাবে ভর্তিপ্রক্রিয়া।
অন্যদিকে আইনি জটিলতায় ফলপ্রকাশে কিছুটা দেরি হওয়ার কথা উল্লেখ করে জয়েন্ট উত্তীর্ণদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সকল জয়েন্ট উত্তীর্ণরা বাংলার মুখ উজ্জ্বল করবে বলেই আশা প্রকাশ করেন তিনি।





